১ জুলাই থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের নতুন রোটাবছর (২০২১-২২)। এই নতুন বর্ষে রোটারি জেলা ৩২৮২ এর এসিসটেন্ট গভর্নর হিসাবে দায়িত্ব নিয়েছেন রোটারিয়ান পিপি তানভীর শাহরিয়ার রিমন। জেলা গভর্নর রোটারিয়ান আবু ফয়েজ খান তাকে এই দায়িত্ব দেন। তার পোর্টফলিওতে রয়েছে রোটারি ক্লাব অব চিটাগাং কসমোপলিটন, চিটাগং এলিগ্যান্স, চিটাগং প্রাইম এবং চিটাগং এরিস্টোক্রেট এই চারটি ক্লাব। রিমন ২০১৪ সালে রোটারিতে যোগ দেন। এরপর বিভিন্ন সময়ে ক্লাব সভাপতি, জেলার বিভিন্ন কমিটির চেয়ারম্যান এবং ২০১৯-২০ বছরে ডিস্ট্রিক্ট ট্রেনিং টিমের অন্যতম প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তানভীর শাহরিয়ার রিমন দেশের অন্যতম শীর্ষ রিয়েল এস্টেট প্রতিষ্ঠান র্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেডের সিইও। পাশাপাশি তিনি দাতব্য প্রতিষ্ঠান কানেক্ট দ্যা ডটস এর প্রতিষ্ঠাতা, রাইজিং স্টার ক্রিকেট একাডেমির চেয়ারম্যান। তিনি শাহীন গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের সাবেক ইসি মেম্বার এবং মিডিয়া চেয়ারম্যান, ভাটিয়ারী গল্ফ ক্লাবের আজীবন সদস্য, ইন্সিটিউট অব ইঞ্জিনিয়ারস এর আজীবন সদস্য, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের ন্যাশনাল এডভাইজার, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক। প্রেস বিজ্ঞপ্তি।