মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তের উদ্যোগে লকডাউন পরিস্থিতিতে নগরীতে রোগী ও বিদেশগামীদের জন্য বিনামূল্যে সিএনজি টেঙি সেবা কার্যক্রম চালু করা হয়েছে। চকবাজার, দেওয়ান বাজার ও আন্দরকিল্লা ওয়ার্ডের জনসাধারণের জন্য ৬টি টেঙির মাধ্যমে এই সেবা প্রদান করা হবে।
গত ১২ জুলাই সেবা কার্যক্রম উদ্বোধন করেন ১৬, ২০ ও ৩২ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পেয়ার মোহাম্মদ, হাজী মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ নুরুল আমিন, অ্যাডভোকেট এস এম মোবারক হোসেন রিমু, মো. নওশাদ, নন্দন দাশ, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ মুন্না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।