২৩তম জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগীকল্যাণ সমিতি ও হাসপাতাল সমাজসেবা কার্যালয় বেশকিছু শীতার্ত রোগীকে উন্নতমানের কম্বল বিতরণ করে। গতকাল মঙ্গলবার হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. জগদীশ চন্দ্র দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ডা. এ কে এম জাফর উল্ল্যাহ। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি বলেন, রোগীকল্যাণ সমিতি শুধুমাত্র রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করে তা নয় বরং রোগীদের কোথায় কোথায় অসুবিধা কিংবা চিকিৎসা নিতে গিয়ে ওয়ার্ডে কোন সমস্যা হচ্ছে কিনা তাও তাঁরা নিয়মিত খোঁজখবর নেন। রোগীকল্যাণ সমিতি বিত্তবান মানুষের দান, জাকাত প্রভৃতি সংগ্রহ করে অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে সেই ১৯৬২ সাল থেকে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হতদরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তায় রোগীকল্যাণ সমিতির পাশে থাকার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার ও রোগীকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা, অর্থ সম্পাদক জাহাঙ্গীর মোস্তফা, তথ্য প্রকাশনা ও প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্ল্যাহ, সমাজকল্যাণ সম্পাদক বোরহানা কবীর, কার্যকরী সদস্য মোহাম্মদ আবছার উদ্দিন চৌধুরীসহ হাসপাতাল সমাজসেবা কার্যালয় ও রোগীকল্যাণ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।