রেয়াজুদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সভা

| মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:৩৩ পূর্বাহ্ণ

রেয়াজুদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির নবগঠিত উপদেষ্টা পরিষদের সাথে এক মতবিনিময় সভা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সম্প্রতি হয়। সমিতির সভাপতি রশিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ২২নং এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন ৩১ নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, উপদেষ্টা মো. তারেক, উপদেষ্টা মো. হারুন উর রশিদ লিটন, উপদেষ্টা মো. রুহুল কাদের। বক্তব্য মো. কামাল উদ্দিন, মো. নাসির উদ্দিন, আবু তৈয়ব, মো. ফারুক শিবলী, আব্বাস উদ্দিন, জাফর আহম্মদ, আবদুস ছামাদ, মিন্টু মিয়া, মো. সাব্বির, মো. আব্বাস হোসেন, লোকমান হোসেন, সুমন পাল চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি বলেন রেয়াজউদ্দিন বাজারের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিরসনে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সমিতির সদস্যদের সবসময় পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, আড়তদার ব্যবসায়ীদের সামগ্রিক কল্যাণ সুনিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএস বি কর্পোরেশনের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ