রোহিঙ্গারা আন্তর্জাতিক জঙ্গিদের খপ্পরে পড়তে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

আজাদী অনলাইন | রবিবার , ১৮ ডিসেম্বর, ২০২২ at ২:৩১ অপরাহ্ণ

রোহিঙ্গারা আন্তর্জাতিক জঙ্গিদের খপ্পরে পড়তে পারে। তাই আন্তর্জাতিক মহলকে বিষয়টি গুরুত্ব দিয়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে রোহিঙ্গা বিষয়ক আইনশৃঙ্খলা সম্পর্কিত সভা শেষে এ কথা বলেন তিনি। বলেন, যেহেতু রোহিঙ্গাদের হারানোর কিছু নেই, তাই জঙ্গিবাদের জড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষেত্রে ব্রিডিং হওয়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করা হয়। এটা থেকে বিরত করতে কমিটি করা হয়েছে। এছাড়া ৬৫ ভাগ রোহিঙ্গা নারীকে জন্মনিয়ন্ত্রণের আওতায় আনা গেছে। ক্যাম্পে মাদক ও অপরাধ সংঘটিত হচ্ছে উল্লেখ করে আসাদুজ্জামান খান জানান, তা প্রতিরোধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম টেস্ট : ভারতের কাছে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধনিজের নতুন বাইকেই দুর্ঘটনা, ৪ দিন পর মীরসরাইয়ের যুবকের মৃত্যু