রেহানাপুত্র ববির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা

| সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৪:৪২ পূর্বাহ্ণ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার ঢাকার ১ নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন মামলাটি করেন বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম। খবর বিডিনিউজের।

মামলার বিবরণ অনুযায়ী, ববি নিজের নামে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং সেগুলো দখলে রেখেছেন। এর মধ্যে ৩৯ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের স্থাবর এবং ২ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৬০৫ টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে। এর বাইরে ঢাকার নিকেতন এলাকায় চাচা তারিক আহমেদ সিদ্দিকের কাছ থেকে দানসূত্রে পাওয়া তার ফ্ল্যাটের মূল্য ১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা। এজাহারে বলা হয়েছে, কোনো ব্যবসাবাণিজ্য না থাকার পরও ববি তিনটি ব্যাংক হিসাবে ৭ কোটি ৪৮ লাখ ৩২ হাজার ৫৭৮ টাকা জমা করেন, যার মধ্যে ৫ কোটি ৭ হাজার ৯৭১ টাকা উত্তোলন করেন। এই লেনদেন তার বৈধ আয়ের তুলনায় অস্বাভাবিক ও সন্দেহজনক বলে এজাহারে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুর্বৃত্তের গুলিতে আহত মীরসরাইয়ে পূজা পরিষদ ও যুবলীগ নেতা
পরবর্তী নিবন্ধ২৮ জুলাই : দেয়াল লিখন ও গ্রাফিতিতে জানানো হয় অগ্নিঝরা প্রতিবাদ