হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে এক রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত সোমবার বেলা সাড়ে ১০টার দিকে হাটহাজারী পৌরসভার বাস স্টেশনস্থ আল আকসা হোটেল এন্ড রেস্টুরেন্টের ছাদে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
নিহত ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন রাফি (১৮)। সে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পূর্ব রাজুর গাঁও এলাকার মুনসুর আলীর পুত্র। চাকরির সুবাদে সে হাটহাজারী পৌরসভার শেরে বাংলা মাজার গেইট এলাকার একটি কলোনিতে ভাড়া বাসায় বসবাস করে আসছিল।