রেলের তিন সদস্যের তদন্ত কমিটি

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ৮:২৬ পূর্বাহ্ণ

রামুতে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় শিশুসহ ৫ জন নিহতের ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহকারী পরিবহন কর্মকর্তা, সহকারী যান্ত্রিক প্রকৌশলী ও সহকারী নির্বাহী প্রকৌশলীকে সদস্য করা হয়। গতকাল শনিবার দুপুর পৌনে ২টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেন কক্সবাজার এক্সপ্রেস রেললাইনে ওঠে পড়া একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালকসহ পাঁচজন নিহত হন।

রেলওয়ের পরিবহন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, যে স্থানে দুর্ঘটনা ঘটেছে সেখানে গেটম্যান থাকে না। ওই জায়গায় নির্দেশনা সাঁটানো রয়েছে নিজ দায়িত্বে পারাপার হওয়ার জন্য। এর আগেও একই ক্রসিংয়ে একাধিকবার দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধএক পরিবারের ৩ জনসহ নিহত ৪
পরবর্তী নিবন্ধ৩ আগস্ট : এক দফা দাবির ঘোষণা