রেলের টিকিট কালোবাজারি, হাতেনাতে আটক যুবক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৪:২১ অপরাহ্ণ

রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে মো. হাসান আলী (৩২) নামের এক যুবককে ১৯টি টিকিটসহ আটক করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

মো.হাসান আলী ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার টাঙ্গাটিপাড়ার মৃত আলাল উদ্দিনের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সাধারণ শ্রেণীর বিশ্রামাগারের সামনে রেলের টিকিট কালোবাজারে উচ্চমূল্যে বিক্রি করার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে অভিযান চালিয়ে যাত্রীর কাছে উচ্চমূল্যে টিকিট বিক্রির সময় মো. হাসান আলীকে আটক করা হয়।

তার কাছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ১৯টি টিকিট এবং টিকিট বিক্রির মোট ৪ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক হাসান আলী দীর্ঘদিন যাবৎ রেলওয়ের টিকিট উচ্চমূল্যে বিক্রি করে আসছে। রেলের টিকিট নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহকদের কাছে অধিক মূল্যে বিক্রয় করতো। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে আরসা`র দু`গ্রুপের গোলাগুলি, আহত ৩
পরবর্তী নিবন্ধশাহ আমানতে কোটি টাকার স্বর্ণের বারসহ ফটিকছড়ির যাত্রী আটক