রেলে নিয়োগ হবে আরও ২৫ হাজার লোকবল

আগামী সপ্তাহে পত্রিকায় বিজ্ঞপ্তি

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১৪ পূর্বাহ্ণ

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের নতুন অর্গানোগ্রাম প্রস্তুত হয়েছে। রেলে ২৫ হাজার লোকবল আছে। আরও ২৫ হাজারের অধিক লোকবল নেওয়া হবে। আগামী সপ্তাহের মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে। রেলে নিয়োগ পাওয়া সকলের প্রশিক্ষণ নিশ্চিত করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে রেলের উন্নত সেবা নিশ্চিত করা হবে। গত শুক্রবার রাতে আগ্রাবাদে একটি হোটেলে রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে আধুনিক-টয়লেট নির্মাণ-সংস্কারসহ ওয়াশ ব্যবস্থাপনার উন্নয়নে রেলওয়ের পারস্পরিক শিখন কর্মসূচি (বিআর-এইচএলপি) দুইদিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ডাবল লাইন না হওয়া পর্যন্ত ট্রেনের সিডিউল বিপর্যয় বন্ধ হবে না। ট্রেনে যাত্রীসেবার মান বাড়ানোর নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, নিরাপত্তা বাহিনীর লোকজন যেন সঠিক দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ শুনি। বিনা পয়সায় লোক নিয়ে সিটে বসিয়ে দিচ্ছি। তার মানে আমরা সঠিক দায়িত্বটি পালন করছি না। দুইদিন ব্যাপী কর্মশালায় ৬০ জন কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সহধর্মিনী শাম্মী আকতার। এসময় রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্র নাথ মজুমদার, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএক চেয়ারম্যানের বিরুদ্ধে আরেক চেয়ারম্যানের জিডি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরেকটি মৃত্যুশূন্য দিন