মুজিববর্ষ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বের শেষ খেলায় জয় পেয়েছে বক্সিরহাট ইয়ং মেন্স ক্লাব। গতকাল তারা ৪ উইকেটে পাথরঘাটা দূর্বার সাংষ্কৃতিক গোষ্ঠীকে পরাজিত করে। অবশ্য দুটো দলই রেলিগেশন পর্বে নিজেদের রক্ষা করে নিয়েছে। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে টিকে গেছে তারা। অবনমন হয়েছে মাদারবাড়ী উদয়ন সংঘের। রেলিগেশন পর্বের ৩টি খেলাতেই পরাজিত হয়ে তাদের নেমে যাওয়া নিশ্চিত হয়ে যায়। মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত গতকাল সোমবারের খেলায় টসে জিতে পাথরঘাটা দূর্বার প্রথমে ব্যাট করতে নামে। র্নিধারিত ৫০ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ১৭৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওয়াহিদ উল আলম অপ. ৩৮,ওমর ফারুক ৩২,হাবিবুল বাশার তসলিম ৩১ রান করেন। এছাড়া এছাড়া মোহাম্মদ ইশতিয়াক ২৭,মাহিন উদ্দিন ১৩ এবং মো. রাসেল ১১ রান করেন। অতিরিক্ত রান হয় ১৬। বক্সিরহাট ইয়ং মেন্স ক্লাবের মো. তানজিম হোসেন ৩টি,সৌরভ দাস গৌতম ও ফাহাদ বিন বখতিয়ার ২টি করে উইকেট নেন। ১টি উইকেট পান সাইদ আনোয়ার। জবাবে বক্সিরহাট ৩৮.৩ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রানে পৌঁছে যায়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ফাহাদ বিন বখতিয়ার অপ. ৫২। এছাড়া আমিনুল ইসলাম আরাফাত ৪৩, সৌরভ দাস গৌতম ২০, মো. রাসেল অপ. ১৯, আবরার আনাস মাহি ১২, আসিফুল হাসান ১১ এবং তালহা চৌধুরী ১০ রান করেন। অতিরিক্ত রান হয় ১২। পাথরঘাটা দূর্বারের জাহিদুল ইসলাম এবং ওয়াহিদ উল আলম ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান হাবিবুল বাশার তসলিম এবং রিফাত হোসেন অনি।