দোহাজারী–কক্সবাজার রেললাইন উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, এ রেলপথ শুধু কক্সবাজারের সঙ্গে ঢাকা নয়, পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চল ও উত্তরবঙ্গেও যুক্ত হবে। তিনি বলেন, এই রেল যোগাযোগের ফলে সারা দেশের সঙ্গে নতুন পথ উন্মোচন হয়েছে। একইসঙ্গে সারা দেশে ইলেকট্রনিক ট্রেন চালু করার জন্য সমীক্ষা শুরু হয়েছে। সব মিটার গেজ লাইনকে ব্রডগেজ লাইনে পরিণত করার চেষ্টা হচ্ছে। এর ফলে বিনিয়োগ, শিল্পায়ন ও বাণিজ্যিক বন্ধন সহজতর হবে। কৃষি–খামার ও শিল্পকারখানায় উৎপাদিত পণ্যসামগ্রীর বাজারজাত এবং রফতানি সুবিধার প্রসার ঘটবে। বৃহত্তর চট্টগ্রামের জনসাধারণের কর্মচাঞ্চল্য ও সচ্ছলতা বৃদ্ধি পাবে।
রেলমন্ত্রী জানান, ভারতের সঙ্গে যেসব রেলের ট্রানজিট পয়েন্ট বন্ধ ছিল, সেগুলো চালু করার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে আখাউড়া–আগরতলা রেলপথ উদ্বোধন করা হয়েছে।