রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, চট্টগ্রামের সাথে রেলওয়ে পূর্বাঞ্চলের সদ্য যোগদানকৃত প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিয়া ও প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী অজয় কুমার পোদ্দারের সাথে এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার সিআরবির রেল ভবনে প্রধান প্রকৌশলীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান প্রকৌশলী রেলওয়ের সেবাকে আরো উন্নত ও গতিশীল করার লক্ষ্যে ডিপ্লোমা প্রকৌশলীদের যার যার উপর অর্পিত দায়িত্ব সৎ ও ন্যায়-নীতির সাথে পালন করার আহ্বান জানান। সরকার সারাদেশে উন্নয়নের যে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়েতেও নানা উন্নয়নমূলক প্রকল্প চলমান আছে। আগামীতে ও এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে রেলওয়ের প্রতিটি স্তরের কর্মকর্তা-কর্মচারীকে সৎ ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। সভায় উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু জাফর, প্রকৌশলী কাজী আনোয়ারুল ইসলাম, প্রকৌশলী শেখ ফরিদ, প্রকৌশলী মো. রফিকুল হাসান, প্রকৌশলী মাহমুদ হাসান, কবিরুল আলম, এনায়েত উল্লাহ, বিটু চাকমা, সাইফুল ইসলাম, শওকত আনোয়ার, গোলাম মাওলা, রূপেশ বড়ুয়া, আবু হানিফ পাশা, মাসুদুর রহমান, কামরুল হাসান, আল এমরান, আশীষ রক্ষিত, কামরুল হাসান, মুরাদ হোসেন, জাহাঙ্গীর আলম, রঞ্জন সরকার, সুবীর সাহা, জুবায়ের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।