নগরীর কোতোয়ালী থানাধীন নতুন রেল স্টেশন এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ ইসমাইল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২০ জানুয়ারি রাতে এ অভিযান চলে। গ্রেপ্তারকৃত ইসমাইল রাঙ্গুনিয়া থানার মুরাদনগরস্থ তারেক কমিশনারের বাড়ির মৃত জাফর ইকবালের ছেলে। কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দীন আজাদীকে জানান, গোপন খবরের ভিত্তিতে থানার একটি টিম নতুন রেল স্টেশনের সামনে থেকে মো. ইসমাইল নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাঁধে থাকা একটি কালো ট্রাভেল ব্যাগ তল্লাশি করে দুইটি সাদা কেওটা থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল জানান ইয়াবাগুলো তিনি রাঙ্গুনিয়া থেকে কিনে ট্রেনে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
ইতোপূর্বেও কয়েকবার ট্রেনযোগে ঢাকায় ইয়াবা নিয়ে গিয়ে বিক্রি করেছেন বলেও জানান।