চট্টগ্রাম রেল স্টেশনের উত্তর পাশে সিএনজি পার্কিং সংলগ্ন এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। অভিযানে ৬টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
গত সোমবার দুপুরে চট্টগ্রাম রেলস্টেশনে আরএনবির চিফ ইন্সপেক্টর আমান উল্লাহ আমানের নেতৃত্বে আরএনবি সদস্যরা এ অভিযান চালায়। এই ঘটনার জেরে এদিন বিকালে অবৈধ দখলদাররা রেলওয়ের নিরাপত্তা বাহিনীর স্টেশন চৌকিতে গিয়ে হুমকি দেন বলে জানিয়েছেন আরএনবির চিফ ইন্সপেক্টর আমান উল্লাহ আমান।
তিনি জানান, গত সোমবার রেল স্টেশন এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ করতে গেলে মো. মেহেদী হাসান নামে একজন অবৈধ দখলদার আরএনবির সদস্যদের গালাগালিসহ প্রভাব বিস্তার করে হুমকি ধমকি দেয়। এই ঘটনার জের ধরে বিকালে রেলওয়ের প্রাক্তন কর্মচারী মো. কামাল পারভেজ বাদল বেশি কিছু লোকজন নিয়ে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর স্টেশন চৌকিতে গিয়ে ভয় ভীতি প্রদর্শনসহ শ্লোগান দিতে থাকেন। এ সময় বিষয়টি আমি রেলওয়ে থানাকে অবহিত করলে-তাৎক্ষণিক জিআরপি থানা থেকে বেশ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে আসেন। এই বিষয়ে গতকাল রেলওয়ে পূর্বাঞ্চলের কমান্ড্যান্ট বরাবারে লিখিত অভিযোগ করেছি।
তিনি জানান, চট্টগ্রাম রেল স্টেশনের সৌন্দর্য রক্ষার জন্য স্টেশনে প্রবেশ পথ এবং নতুন সিএনজি স্টেশন পার্কিংসহ আশপাশ এলাকা থেকে অবৈধ ভাসমান হকার উচ্ছেদ এবং অবৈধ দোকান উচ্ছেদের জন্য আমাদের কাছে নির্দেশনা আছে। এটা আমাদের দায়িত্ব। এই অবৈধ দোকান এবং ভাসমান হকারগুলো নিয়ে এই চক্রটি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। তাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
এর আগে গত রোববার রেল পূর্বাঞ্চলের বিভাগীয় কর্মব্যবস্থাপক (ডিআরএম) আবিদুর রহমান পরিদর্শনে এসে নতুন স্টেশন ও পুরাতন স্টেশনে অবৈধ দোকান দেখে অসন্তোষ প্রকাশ করেন। এরপর গত সোমবার দুপুরে অভিযান চালানো হয়।