নগরীর কোতোয়ালী থানাধীন নতুন রেল স্টেশন এলাকা থেকে ১৫৫০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আটক রোহিঙ্গা আবদুল মালেক (৩৫) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের এ ব্লকের ৩৮ নম্বর শেডের আবদুল কাদেরের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী মোহাম্মদ রুহুল জানান, নতুন রেল স্টেশনে প্রবেশমুখে ফুটপাত থেকে আসামি আবদুল মালেককে ১৫৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা করা হয়।