রেমিট্যান্স যোদ্ধাদের পুরস্কৃত করা হোক

| মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে সবচেয়ে বড় অবদান কাদের? এক কথায় উত্তর আসবে রেমিট্যান্স যোদ্ধাদের। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়েছিটিয়ে থাকা প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলছে। প্রবাসীদের পাঠানো টাকা কেবল তাদের পরিবারের প্রয়োজন মিটিয়ে জীবনযাত্রার মানই বৃদ্ধি করে না বরং নানা ক্ষেত্রে বিনিয়োগ হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই রেমিটেন্স। বিশ্বমন্দা এবং স্থানীয় নানা সমস্যা সত্ত্বেও অর্থনীতির যে সেক্টর নিয়ে আমরা গর্ব করতে পারি তা হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এই খাত জনশক্তি রপ্তানি করে দেশের ক্রমবর্ধমান বেকার সমস্যা নিরসনে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। অথচ সেই চরম দুর্ভাগা প্রবাসীদের বিদেশ যাওয়া এবং ফেরত আসার সময় কতিপয় কর্মকর্তার হাতে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। দেশের রেমিট্যান্স যোদ্ধারা যাতে এই প্রতারক চক্রের দ্বারা প্রতারিত না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রবাসীদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স প্রেরণ করে। প্রতিবছর অর্থ প্রেরণকারী সর্বোচ্চ রেমিট্যান্স যোদ্ধাকে সরকারি স্বীকৃতি প্রদান করে প্রয়োজনে পুরস্কারের ব্যবস্থা করা গেলে তারা বৈধপথে টাকা প্রেরণ করতে উৎসাহিত হবে। এই ক্ষেত্রে বিভিন্ন দেশে অবস্থানকারী কর্মীদের মধ্যে থেকে নির্বাচিত শ্রেষ্ঠ কয়েকজন রেমিট্যান্স প্রেরণকারীকে আর্থিক পুরস্কার ঘোষণা করা যেতে পারে।

শরীফ হাসান

চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধবিভূতিভূষণ মুখোপাধ্যায় : কথাসাহিত্যিক
পরবর্তী নিবন্ধতরুণদের দেশপ্রেমে জাগ্রত হতে হবে