রেমিটেন্স যোদ্ধাদের জন্য শিরোনামহীনের নতুন গান

| সোমবার , ১৪ জুলাই, ২০২৫ at ৯:০৪ পূর্বাহ্ণ

অর্থ উপার্জনের জন্য যারা দেশস্বজন ছেড়ে পাড়ি জমিয়েছেন বিদেশে, পরিবারের পাশাপাশি অবদান রাখছেন দেশের অর্থনীতিতে, সেই সব রেমিটেন্স যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গান বেঁধেছে ব্যান্ড শিরোনামহীন। খবর বিডিনিউজের।

কতদূর’ শিরোনামের গানটি এসেছে শিরোনামহীন ব্যান্ডের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে। গানের কথা ও সুর করেছেন ব্যান্ডটির দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান, ভিডিও নির্মাণেও ছিলেন জিয়া, পাশাপাশি ভিডিওর গল্পও তিনিই লিখেছেন। গানটি তৈরির ভাবনার কথা জানিয়ে জিয়া বলেন, মূল ভাবনায় প্রবাসী বাংলাদেশিরা, যারা জীবনের প্রয়োজনে দেশ ছেড়েছেন, পরিবারকে ভালো রাখতে দিনরাত পরিশ্রম করছেন। রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। এই অভিজ্ঞতাগুলো নিয়েই নির্মিত হয়েছে ‘কতদূর’? গানটি। গানের রেকর্ডিং হয়েছে নয়েজমাইন স্টুডিওতে, মিক্স ও মাস্টার করেছেন শফিকুল ইসলাম। ভিডিওতে অভিনয় করেছেন কাজী তানিম শাহরিয়ার, তাসফিয়া তাসু, শেখ স্বপ্না, রেশ রহমান, তাহজীব ফারদৌস, শেখ মুহিব্বুল, শাহরিয়ার রোহান ও আহসান রাবিব।

পূর্ববর্তী নিবন্ধবন্দর স্পোর্টস কমপ্লেক্স এবং ইস্পাহানির জয়
পরবর্তী নিবন্ধহত্যাচেষ্টা মামলায় অপু বিশ্বাসের জামিন