চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এবং ফ্রান্সের রেনেস স্কুল অব বিজনেসের (আরএসবি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) গতকাল বুধবার সিআইইউ সম্মেলনকক্ষে ভার্চুয়াল প্লাটফর্মে স্বাক্ষরিত হয়েছে। এর ফলে সিআইইউর এমবিএ শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে, যা তাদের ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তি অনুযায়ী, সিআইইউর শিক্ষার্থীরা প্রথম বছর সিআইইউতে এবং পরের বছর ফ্রান্সের আরএসবিতে শিক্ষা গ্রহণ করে ডুয়েল ডিগ্রি অর্জন করতে পারবে। বিশ্বের মাত্র ১৪৫টি ট্রিপল–ক্রাউন অ্যাক্রেডিটেড বিজনেস স্কুলের একটি হওয়ায়, আরএসবি–তে পড়াশোনা শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্বীকৃতি, গ্লোবাল নেটওয়ার্ক এবং আধুনিক ব্যবসায়িক শিক্ষার বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ দেবে। পাশাপাশি, যৌথ গবেষণা, ফ্যাকাল্টি এঙচেঞ্জ এবং গবেষণা কেন্দ্রসমূহের সহযোগিতা সিআইইউর গবেষণা সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।
স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউর উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার। এ সময় উপস্থিত ছিলেন আলিয়াঁস ফ্রঁসেজের ডিরেক্টর এম. ব্রুনো লাক্রাম্পে, ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের ম্যানেজার সায়েদা নাসিবা হোসেন, ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের ম্যানেজার মো. সারোয়ার জিনান, ক্যাম্পাস ফ্রান্স ম্যানেজার বাংলাদেশ ও সিআইইউ–এর বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, রেজিস্ট্রার এবং কর্মকর্তাবৃন্দ।
সিআইইউর পক্ষে উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার এবং রেনেস স্কুল অব বিজনেস–এর পক্ষে ড. এডিলসন বর্গেস সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশে অবস্থিত ফ্রান্স দূতাবাসের উচ্চপর্যায়ের কর্মকর্তা এম. ব্যাপ্টিস্ট লেব্রে, ড. আদিলসন বর্গেস, ক্যারোলিন জোয়ানিন, দুসিকা স্রবিনোস্কা, ড. মাহবুবুর রহমান, নিথিন জোসেফ, ভানশিতা পোদ্দার এবং লরা মোনিয়ে, ইন্টারন্যাশনাল পার্টনারশিপস অ্যান্ড ডেভেলপমেন্ট কো–অর্ডিনেটর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











