হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারের উপাসিকা রেনু প্রভা বড়ুয়া (৭৫) গতকাল শুক্রবার সকালে নগরীর বাসায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বিকালে গৌতমাশ্রম বিহারের ৬ষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে অনিত্য সভা শেষে স্থাানীয় শ্মশানে প্রয়াতের অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।