হাটহাজারীর মির্জাপুর গৌতমাশ্রম বিহারের প্রবীণ উপাসিকা রেনু প্রভা বড়ুয়া (৮২) গতকাল মঙ্গলবার নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, দুই কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকালে নিজ বাড়িতে অনিত্য সভা শেষে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় স্থানীয় শ্মশানে তার অন্ত্যেষ্ঠিক্রিয়া সম্পন্ন হয়।