মজার মজার কেক তৈরি করেন মেহজাবিন চৌধুরী। এ বিষয়ে তার সুনামও ছড়িয়ে পড়েছে। অনলাইনে প্রচুর অর্ডার পান তিনি। কেক তৈরির প্রশিক্ষণও দেন। বান্ধবীর জন্মদিনের কেকের অর্ডার নিয়ে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। সেই সূত্রে তার কথা হয় ইরফান সাজ্জাদের সঙ্গে। মেহজাবিনের তৈরি কেক খেয়ে মুগ্ধ হন ইরফান। তার কাছ থেকে কেক তৈরি শিখতে চান। যার পথ ধরে তারা একে অপরকে ভালোবেসে ফেলেন। এক পর্যায়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু ইরফানের মা বাধা দেন। কারণ মেহজাবিনের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে। এমন গল্প নিয়ে গড়ে উঠেছে একক নাটক ‘রেড ভেলভেট’। রুম্মান রশিদ খান রচিত এ নাটক পরিচালনা করেছেন রুবেল হাসান। ইরফান সাজ্জাদ, মেহজাবিন ছাড়াও অভিনয় করেছেন মিলি বাশার, গুলশান আরা, লিওনা প্রমুখ। আজ শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।