বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় কোভিড-১৯ বিষয়ক কর্মশালা গতকাল রবিবার এশিয়ান এস আর হোটেলে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের ট্রেজারার মোহাম্মদ আবদুস সালাম। এতে বক্তব্য রাখেন যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, আইআফআরসির কোভিড অপারেশন ম্যানেজার আলী আকুল, সোসাইটির অপারেশন কো-অর্ডিনেটর রেজওয়ান নবীন, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সোসাইটির জাতীয় যুব কমিশনের চেয়ার গাজী মো. ইফতেখার হোসেন ইমু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোভিড-১৯ রেসপন্স প্রজেক্টের ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, করোনা প্রতিরোধে আমাদের যুব-স্বেচ্ছাসেবকরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। সোসাইটির উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।