রেড ক্রিসেন্টের অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

| শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:৫২ পূর্বাহ্ণ

কোভিড আক্রান্ত রোগী ও নন কোভিড রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে করোনা প্রতিরোধ কার্যক্রমকে গতিশীল করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার জনসাধারণের সুবিধার্থে হস্তান্তর করা হয়। গতকাল বৃহস্পতিবার অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। এ সময় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি আসলাম খান, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য ডা. আইরিন সুলতানা, ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, শাহাদাত হোসেন রুমেল, রাশেদ খান মেনন, আবদুল মোনাফ, জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান গাজী ইফতেকার হোসেন ইমু, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ইনচার্জ মোস্তাফিজুর রহমান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বাস্থ্য ও সেবা বিভাগীয় প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান সহ কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম বলেন, কোভিড-নন কোভিড রোগীদের জন্য কথা চিন্তা করে আমরা অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছি। প্রয়োজনে আরো অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে। অক্সিজেন সিলিন্ডার এখন মানুষের কাছে অনেক প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের দক্ষ যুব স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের ঘরে ঘরে অক্সিজেন সিলিন্ডার পৌঁেছ দিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার
পরবর্তী নিবন্ধবোয়ালখালীর ১৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার