বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলার সহযোগিতায় বর্ণিল আয়োজনে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস। জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। রক্তদান কর্মসূচির পর আন্দরকিল্লাস্থ জেলা রেড ক্রিসেন্ট চট্টগ্রাম মিলনায়তনে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও জেলা পরিষদ চট্টগ্রামের প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ার পাশা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম ইউসুফ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এডভোকেট কামাল হোসেন চৌধুরী, মোঃ আছিফ চৌধুরী, ড. মুহাম্মদ কামাল উদ্দিন, মো: রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, সুলতানুল আরেফিন এবং সোসাইটির উপ পরিচালক ও ইউনিট লেভেল অফিসার আলাউদ্দিন পাটোয়ারী। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান অভিষেক চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রাক্তন যুব প্রধান সৌমিত্র চৌধুরী, কাজী তৌফিকুল আজম, ইস্তাকুল ইসলাম চৌধুরী, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সিএমও নাজ সোহানী সুলতানা, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের একান্ত সহকারী রিয়াজুর রহমান চৌধুরী, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ও শিক্ষকবৃন্দ প্রমুখ। আলোচনা সভা পূর্ববর্তী একটি শান্তি র্যালী আন্দরকিল্লা থেকে বের হয়ে চেরাগি মোড় প্রদক্ষিণ করে জেলা ইউনিটের কার্যালয়ে এসে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা দুর্যোগ দুর্বিপাকে মানবতার সেবায় সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে। দেশের যুব সমাজকে সুসংগঠিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের প্রত্যেক জেলা উপজেলায় রেড ক্রিসেন্ট কার্যক্রম বেগবান করতে হবে। এই পৃথিবীতে মানুষের উপকার করাই শ্রেষ্ঠ তম কাজ। তিনি আরো জানান যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের সর্বাত্মক সহযোগিতায় জেলা ইউনিট বদ্ধপরিকর। প্রেস বিজ্ঞপ্তি।