রেড ক্রিসেন্ট চট্টগ্রামের রক্তদান কর্মসূচি

| বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালিত হয়। তারই ধারাবাহিকতায় প্রভাতফেরী সহকারে শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ, ভ্রাম্যমাণ রক্তদান কর্মসূচি ও মাতৃভাষার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের শুরুতে আয়োজিত প্রভাতফেরীতে অংশগ্রহণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য সাফকাত জাহান, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, আবদুর রশিদ খান, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, মঈনুল ইসলাম, আ.ন.ম তামজীদ, জনি চৌধুরী, আমিনুল হক তারেক, গাজী ইফতেখার হোসেন ইমু, কৃষ্ণ দাশ, কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দসহ ৪৫ জন যুব স্বেচ্ছাসেবক। পরবর্তীতে অতিথিবৃন্দ শহীদ মিনার সংলগ্ন সিনেমা প্যালেস মোড়ে আয়োজিত উন্মুক্ত রক্তদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্বণনর আবৃত্তি অনুষ্ঠান ‘একুশের পঙক্তিমালা’
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি আইন বিভাগের শিক্ষা কার্যক্রম বিষয়ক সভা