গত ৩১ শে মার্চ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর বাস্তবায়নে আশেকানে মোস্তফা (সঃ) বাংলাদেশের সহযোগিতায় শাহ আমিন দরবার শরীফে হযরত আল্লামা জনাব মৌলানা কাজী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী হুজুরের ওরশ উপলক্ষে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, কোভিড-১৯ গণটিকা কার্যক্রম এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম৷ এসময় উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মোঃ আনোয়ার আজম, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব উপ- প্রধান -১ জনি চৌধুরী,মাওলানা সিব্বির ওসমানী হাশেমী, মাওলানা খালেদুর রহমান হাশেমী, জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য বৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকরা।