রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সুরক্ষা সামগ্রী প্রদান

| শুক্রবার , ৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:০৫ পূর্বাহ্ণ

মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান করেছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম।
গতকাল বৃহস্পতিবার নগরীর চকবাজার অলিঁ খা মসজিদ, কদম মোবারক মসজিদ, রহমান নগর জামে মসজিদ, বাইশ মহল্লা কবরস্থান এবং স্টেশন রোড জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। এ উপলক্ষে সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আব্দুল জব্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এম.এ.সালাম।
উপস্থিত ছিলেন গাজী মো. ইফতেকার হোসেন ইমু, ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান প্রমুখ। এতে বক্তারা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং চেম্বার-ওয়েলস্‌ চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধসরকার পাহাড়ের মানুষের উন্নয়নে আন্তরিক