চন্দনাইশ পশ্চিম এলাহাবাদ শাহসুফি পাড়া নিবাসী মরহুম হাজী আবদুস সাত্তার মেম্বারের জ্যেষ্ঠ কন্যা, কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভীর বড় বোন ও দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলালের ভাতিজি রেজিয়া বেগম (৫৫) মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্বামী, এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর পর গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম নগর আওতাধিন চান্দগাঁও থানা শাখার মহিলা সদস্যরা গোসল ও কাফনের ব্যবস্থা করেন এবং চন্দনাইশ টিম দাফন কার্যক্রমে অংশগ্রহণ করেন। পরে গতকাল বুধবার সকার ১১টায় চন্দনাইশস্থ পশ্চিম এলাহাবাদ শাহসুফি বাড়ি জাহাঁগীরীয়া মমতাজিয়া দরবার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
রেজিয়া বেগমের মৃত্যুতে গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, চন্দনাইশ উপজেলা ভাইস চেযারম্যান মাওলানা সোলায়মান ফারুকী প্রমুখ গভীর শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।