রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সাধারণ সভা

| মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেঙক্স দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা গতকাল সোমবার সকালে কোর্ট রোডস্থ সমিতির ১ নং মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশ করেন চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. আকবর আলী। আয়ব্যয়ের রিপোর্ট পেশ করেন অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি এম. জাহাঙ্গীর আলম।

মো. আকবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা সৈয়দ মো. আবু তালেব, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগ এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক এম. মোক্তার আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আহমদ আবদুল কাইয়ুম, মোহাম্মদ হাসান, হারুনুর রশিদ, আলমগীর হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মো. ইউনুছ, মো. এয়াকুব, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুল আলম, প্রবীণ সদস্য মানিক লাল বিশ্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ আলী চৌধুরী
পরবর্তী নিবন্ধরেললাইনে মোবাইলে ব্যস্ত যুবক, শরীরের ওপর দিয়ে চলে গেল ট্রেন