রেজাল্ট একটা কাগজের টুকরা মাত্র : জোভান

| শনিবার , ১২ জুলাই, ২০২৫ at ৬:৫৪ পূর্বাহ্ণ

প্রকাশিত হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এ নিয়ে অনেকে যেমন উচ্ছ্বসিত, তেমনি কেউ কেউ হতাশ। এই প্রেক্ষাপটে ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান সামাজিকমাধ্যমে দিয়েছেন আবেগঘন বার্তা। জোভান ফেসবুকে লেখেন, রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা, কিন্তু তুমি মাবাবার কলিজার টুকরা। খবর বাংলানিউজের।

তার এই কথায় একদিকে যেমন শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে, অন্যদিকে রেজাল্ট নিয়ে হতাশ হওয়া শিক্ষার্থীদের জন্য এসেছে এক প্রকার মানসিক সান্ত্বনা। এই পোস্টের নিচে অনেকেই কমেন্ট করে অভিনেতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। প্রসঙ্গত, চলতি বছর ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা প্রায় এক লাখ কম। এবার ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে ফলাফল প্রস্তুত করা হয়েছে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। গত বছরের তুলনায় এবার এই হার অনেকটাই কম (২০২৪ সালে ছিল ৮৩.০৪ শতাংশ)। এবারের ফল প্রকাশেও ছিল না কোনো আনুষ্ঠানিকতা।

পূর্ববর্তী নিবন্ধশিল্পী শাহজাহান খানের একক গজল পরিবেশনা
পরবর্তী নিবন্ধকানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প