রেজাউলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করা হয়েছে। গতকাল রোববার বিকালে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদ এই অভিযোগ করে। পরিষদের ব্যানারে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল করিমের নেতৃত্বে একটি টিম নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কাছে এ অভিযোগপত্র জমা দেন। এ সময় মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনও উপস্থিত ছিলেন। বাকলিয়া এলাকায় তার সমর্থকদের মারধর, বাগমনিরাম ওয়ার্ডে তার প্রচারপত্রসহ ভ্যানগাড়ি আটকে রাখার ব্যাপারে তিনি মৌখিকভাবে অভিযোগ করেন।
চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদের লিখিত অভিযোগপত্রে বলা হয়, মেয়র প্রার্থী রেজাউল করিম নির্বাচনী প্রচারণার প্রথম দিন থেকে আচরণবিধির ১৫ ও ১৬ ধারা ভঙ্গ করেছেন। আচরণবিধিতে নির্বাচনী প্রচারণার সময় মোটর শোভাযাত্রা নিষিদ্ধ থাকলেও শত শত মোটরসাইকেল এবং ভিআইপি গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।
অভিযোগের ব্যাপারে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান আজাদীকে বলেন, প্রচারণা শুরুর প্রথম দিনে ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী প্রচারণায় গাড়িবহরের শোডাউনের একটি ছবি পত্রিকায় এসেছে। এই বিষয়ে মৌখিক অভিযোগ করেছেন। প্রচারণায় গাড়িবহর নিয়ে শোডাউনের বিষয়টি ইতোমধ্যে আমি সব প্রার্থীকে জানিয়ে দিয়েছি। এখন সবাই সতর্ক হয়ে গেছেন। বিষয়টি দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি। আর প্রার্থীদের আচরণবিধিটি দেখার জন্য মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন।
গত ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে চসিক নির্বাচনের প্রচার-প্রচারণা। এবার নির্বাচনে ৭ মেয়র প্রার্থী, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর মিলিয়ে প্রার্থী হয়েছেন ২৩৬ জন।

পূর্ববর্তী নিবন্ধসহকর্মী রোহিঙ্গা কিশোরের হাতে কিশোর খুন
পরবর্তী নিবন্ধদুর্নীতির মামলায় জামিন মেলেনি ওসি প্রদীপের