রেজা কিবরিয়া ও নূরের বিরুদ্ধে জিডি

জেএমসেন হলে হামলায় ‘মদদ’

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ অক্টোবর, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

জেএমসেন হল পূজামন্ডপে হামলার ঘটনায় রেজা কিবরিয়া, ভিপি নূর ও গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক তারেক রহমানের বিরুদ্ধে জিডি করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। গতকাল বুধবার মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুন শাহবাগ থানায় উক্ত জিডি করেন। ৩ জনের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক হামলার মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ সংঘটিত হয়েছে মনে করে জিডি করেন তিনি।
শাহবাগ থানার ওসি মো. মওদুদ হাওলাদার বলেন, যেহেতু এখানে বিষয়টা সাইবার নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট তাই তারা মামলা করতে চাইলেও আমরা এজাহার নিয়ে সেটা সাইবার নিরাপত্তা বিভাগে পাঠিয়েছি। পরবর্তীতে রিপোর্ট অনুযায়ী প্রয়োজনে মামলা করব।
এতে মামুন উল্লেখ করেন, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে দেখতে পাই- গত ১৫ অক্টোবর বিজয়া দশমীর উৎসবে বাংলাদেশ গণ অধিকার পরিষদের স্থানীয় কতিপয় নেতা বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ ইন্ধনে নুরুল হক নূর ও রেজা কিবরিয়ার নির্দেশে জেএমসেন হল সহ বিভিন্ন পূজামন্ডপে হামলা চালায়। যাদের কেউ কেউ পরবর্তীতে গ্রেপ্তার হয়। উক্ত ঘটনার পরপরই এবং অতীতে বিভিন্ন সময় যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক তারেক রহমান ফেসবুকে লাইভ করে উক্ত ঘটনা অস্বীকার করেন।
এতে উল্লেখ করা হয়- তারেক রহমান বাংলাদেশে ধর্মীয় বিভেদ সৃষ্টি করে কুমিল্লা, চট্টগ্রামসহ সারাদেশে মন্দিরে হামলায় বিএনপি জামায়াতের কর্মীদের উসকে দেয়। তিনি রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
এতে মামুন আরো উল্লেখ করেন, গত মঙ্গলবার পল্টন জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের আহবায়ক জামায়াতের সঙ্গে জোট করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার ঘোষণা দিয়েছেন। যা দেশের প্রচলিত আইন ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এছাড়া নুরুল হক নূর জেএমসেন হলে পূজামন্ডপে হামলাকারীদের নিরপরাধ বলে বক্তব্য দিয়েছেন, যা সাম্প্রদায়িক হামলাকে উসকে দেয়ার শামিল।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়- বাংলাদেশে সাম্প্রতিককালে মন্দিরে হামলা, ভাঙচুর নুরুল হক নূর, রেজা কিবরিয়া ও তারেক রহমান প্রত্যক্ষ নির্দেশে ও মদদে সম্পন্ন করায় রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ সংঘটিত করেছে বিধায় মামলা করা আবশ্যক।

পূর্ববর্তী নিবন্ধসালমান শাহ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বিদ্রোহী প্রার্থীর ভাইকে কুপিয়ে জখম