রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র জমির ইজারা বাতিল করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলেছে, ঢাকার মোহাম্মদপুর থানার রামচন্দ্রপুর মৌজায় ০.৫১২০ একরের ওই জমি সিএস থেকে আরএস রেকর্ডে ‘খাল’ শ্রেণিতে থাকায় দীর্ঘমেয়াদি বন্দোবস্ত বাতিল করা হয়েছে। সুরের ধারার পক্ষে এর চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যার নামে ওই জমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়া হয়েছিল। খবর বিডিনিউজের।
রেজওয়ানা চৌধুরী বন্যা ১৯৯২ সালে সংগীত শিক্ষার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’ প্রতিষ্ঠা করেন। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার রামচন্দ্রপুর খালের দখলকৃত জমি উদ্ধারে গত জুনের শেষদিকে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এনবিআর কর্মকর্তার ছেলের ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্থাপনা সে সময় উচ্ছেদ করা হয়। কিন্তু সে সময় খালের জমিতে গড়ে তোলা ‘সুরের ধারা’র স্থাপনা উচ্ছেদ না করায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী। বিষয়টি নিয়ে সে সময় সংবাদমাধ্যমে প্রতিবেদনও ছাপা হয়।
জমির ইজারা বাতিলের পর এ বিষয়ে বন্যার প্রতিক্রিয়া বিডিনিউজ জানতে পারেনি।