রেকর্ড বইয়ে শান্ত-মোমিনুল

৫১৪ বল আর সেরা জুটি

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

পাল্লেকেলে টেস্টের প্রথম দিনেই স্বপ্নিল দিন পার করেছিল বাংলাদেশ। অপেক্ষা ছিল দ্বিতীয় দিনটা কেমন কাটে তা দেখার। তামিম-শান্তর দেখানো পথে শান্ত-মোমিনুলের ব্যাটে আরো একটি সুন্দর দিন পার করল বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ সেশনটা বৃষ্টি কেড়ে না নিলে দিনটা আরো সুন্দর এবং স্মরণীয় হতে পারতো। দিনের খেলা ২৫ ওভার বাকি থাকতে আম্পায়াররা সমাপ্তি ঘোষণা করে। আর তখন বাংলাদেশ পৌঁছে যায় ৪৭৪ রানে। তবে হারিয়েছে দুই সেঞ্চুরিয়ান শান্ত এবং মোমিনুল সহ চার উইকেট। আগের দিনের ২ উইকেটে ৩০২ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ এগিয়ে গেছে আগের দিনের চাইতে দৃপ্ত পদে। তামিম ইকবালের শুরুর আক্রমণ আর শানাতর শান্ত ব্যাটিংয়ে শ্রীলংকান বোলিং আগের দিনই খেই হারিয়ে ফেলেছিল। আর গতকাল দ্বিতীয় দিনে আরো কড়া শাসন করেছেন শান্ত এবং মোমিনুল। আগের দিন ৬৪ রানে অপরাজিত থেকে দিন শুরু করা মোমিনুল প্রথম সেশনেই তুলে নেন সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশ অধিনায়কের এটা ১১তম সেঞ্চুরি। তবে বিদেশে প্রথম। মোমিনুল বিদেশে রান করতে পারেন না এমন অপবাদের যেন সমুচিত জবাব দিলেন এই সেঞ্চুরির মাধ্যমে। বিদেশে প্রথম হলেও শ্রীলংকার বিপক্ষে এটি মোমিনুলের চতুর্থ সেঞ্চুরি।
অধিনায়কের সেঞ্চুরি পুরনের পর শান্তও দেড়শ পেরিয়ে যান দিনের প্রথম সেশনেই। এগিয়ে যাচ্ছিলেন স্বপ্নের ডাবল সেঞ্চুরির দিকে। কিন্তু সেটা হলোনা। দলকে ৩৯৪ রানের পাহাড় চূড়ায় তুলে দিয়ে ফিরলেন টাইগারদের এই তরুণ তুর্কি। ১৬৩ রান করে ফিরেছেন শান্ত। তার ৩৭৮ বলের ইনিংসটিতে ১৭টি চার এবং একটি ছক্কার মার ছিল। লাহিরু কুমারার বলটি বুঝে উঠতে না পেরে ফিরতি ক্যাচ দেন তার হাতে। শান্ত আর কিছুক্ষণ টিকে থাকলে কয়েকটা রেকর্ড হতো পারত। আর ৬ রান যোগ করতে পারলে বাংলাদেশ ২ উইকেটে ৪০০ রান তুলে রেকর্ড গড়তে পারতো। অপরদিকে আর মাত্র ৪টি বল খেলতে পারলে টেস্ট ক্রিকেটে বলের হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড গড়তে পারতেন শান্ত-মোমিনুল। এই রেকর্ডটি এখনো মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিমের দখলে। ২০১৩ সালে এই শ্রীলংকার বিপক্ষে ৫১৮ বলের জুটি গড়েছিলেন দুই তারকা। গতকাল শান্ত-মোমিনুল খেলেছেন ৫১৪ বল।
দীর্ঘ সময়ের সঙ্গী শান্ত ফেরার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি অধিনায়কও। দলকে ৪২৪ রানে পৌঁছে দিয়ে ধনঞ্জয়া ডি সিলভার বলে থিরিমান্নের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন মোমিনুল। ফেরার আগে ৩০৪ বলে ১১টি চারের সাহায্যে খেলেছেন ১৩৬ রানের দারুন এক ইনিংস। দুই সেট ব্যাটসম্যান ফিরে আসার প্রভাবটা মোটেও পড়তে দেননি মুশফিক এবং লিটন দাশ। বেশ দাপটের সাথেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দুজন। কিন্তু তাদের চলার পথে বাধা হয়ে দাড়ায় বৃষ্টি আর আলোক স্বল্পতা। এরই মধ্যে ৫০ রানের জুটি গড়ে ফেলেছেন মুশফিক এবং লিটন। দিন শেষে ১০৭ বলে ৪টি চারের সাহায্যে ৪৩ রানে অপরাজিত মুশফিক। লিটন ৩৯ বলে ২টি চার এবং ১টি ছক্কায় ২৬ রানে অপরাজিত। আজ আর কতটা এগিয়ে নিতে পারে বাংলাদেশ তাদের ইনিংস সেটাই এখন দেখার অপেক্ষা। তবে এখনো পর্যন্ত দারুন সুদৃঢ় অবস্থানে টাইগাররা।

পূর্ববর্তী নিবন্ধপুনরায় সিডিএ চেয়ারম্যানের দায়িত্ব পেলেন দোভাষ
পরবর্তী নিবন্ধকমলো চালের দাম