বেদনার হাত ধরে-
আমি গুটি গুটি পায়ে হেঁটেছি
বেদনা আমাকে ছাড়েনি।
তোমার হাত ধরে আমি সমস্ত পৃথিবীকে
আমার নিজের করে চেয়েছি,ভালোবেসেছি-
কিন্তু পৃথিবীর চেয়েও নিষ্ঠুর তুমি,
আমার চাঁদহীন ঘরে জোছনা দিতে আসোনি!
আমি দারুণ অন্ধকারে রূপান্তরিত হয়ে
মানুষ থেকে উদ্ভিদ হয়েছি!
এখন শুধুই স্মৃতি বহন করে প্রতীক্ষা পর প্রতীক্ষায়
দাঁড়িয়ে থাকি নিরবধি!