রূপসা গ্রুপের এমডির বিরুদ্ধে দুদকের মামলা

১ কোটি ৫৮ লাখ টাকার অবৈধ সম্পদ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

সম্পদ বিবরণী দাখিল না করা এবং কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রূপসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম২ এর উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এ মামলাটি দায়ের করেন।

মামলার এজহারে বলা হয়, দুদক প্রধান কার্যালয়ের নির্দেশনার প্রেক্ষিতে সম্পদ বিবরণী দাখিলের জন্য জাকির হোসেনের বাড়িতে আদেশসহ সম্পদ বিবরণী ফরম লটকানো হয়েছিল। কিন্তু নির্ধারিত ২১ কার্যদিবস অতিক্রম হওয়া সত্ত্বেও তিনি সম্পদ বিবরণী ফরম পূরণ করে দাখিল করেননি। এমনকি তিনি সময় বৃদ্ধির আবেদনও করেননি। যা দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এজহারে বলা হয়, জাকির হোসেন ২০১৮১৯ অর্থবছরে সর্বপ্রথম আয়কর প্রদান করেছেন; যার টিআইএন নং ৮৫৩৪৩১৭৮০৫৫১, কর অঞ্চল ২, সার্কেল ৪১, চট্টগ্রাম। আয়কর নথিতে তিনি যেসব ব্যবসার ঠিকানা উল্লেখ করেছেন, সেসব ঠিকানা সরেজমিন পরিদর্শন করা হয়। কিন্তু সেখানে তার নামীয় কোন ব্যবসার অস্তিত্ব পাওয়া যায়নি।

এজহারে আরো বলা হয়, জাকির হোসেনের নামে সর্বশেষ ২০২৩২৪ অর্থবছর পর্যন্ত ১ কোটি ১৯ লাখ ৯০ হাজার ২৩৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। কিন্তু অনুসন্ধানে উঠে আসেতার বৈধ সম্পদের পরিমাণ মাত্র ১৯ লাখ ৩১ হাজার ৪৮৪ টাকার। বাকী ১ কোটি ৫৮ হাজার ৭৫২ টাকার সম্পদ তার জ্ঞাত আয়বহির্ভূত। অর্থাৎ তিনি ১ কোটি ৫৮ লাখ ৭৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এর উপপরিচালক সুবেল আহমেদ আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধঘটনাবহুল ২০২৫ বিদায় নিচ্ছে আজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা