রুয়েট, কুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে এবার বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) জয় করল রাঙ্গুনিয়ার এক মেধাবী সন্তান।
মেধাবী এই শিক্ষার্থীর নাম নাম শাহীন আলম তৌহিদ। তিনি বুয়েট ভর্তি পরীক্ষায় ৮৬১তম স্থান অর্জন করেছেন।
বুয়েটের পাশাপাশি দেশের প্রায় সব শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্ব দেখিয়েছে শাহীন। ভর্তি পরীক্ষায় সে চুয়েটে ২৪৪তম, কুয়েটে ৬২৯তম, রুয়েটে ৮৩৭তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৩১৪তম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) ১৪৬৭তম স্থান অর্জন করেছে।
একাধিক নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় শাহীন এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি। তবে শাহীন বুয়েটে ভর্তি হতে ইচ্ছুক বলে জানায় তার বাবা।
শাহীন আলম তৌহিদ রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব বেতাগী ইউনিয়নের মির্জাখীল চান্দারবাড়ী এলাকার বাসিন্দা। তার পিতা মো. আবুল হাশেম (আবু) পোমরা গোচরা চৌমুহনী বাজারের পরিচিত ব্যবসায়ী ও শাহীন ফার্মেসির মালিক এবং মাতা হালিমা জেসমিন। শুরু থেকেই তাঁরা সন্তানের পড়াশোনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছেন।
শিক্ষাবান্ধব পারিবারিক পরিবেশেই গড়ে উঠেছে শাহীনের মেধা ও মনন। সে চুয়েট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন A+ অর্জন করে শিক্ষাজীবনের প্রতিটি ধাপে নিজেকে প্রমাণ করেছে। তার মেঝ বোন বর্তমানে রাঙ্গামাটি মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে অধ্যয়নরত।
রাঙ্গুনিয়াবাসীর কাছে শাহীন আজ শুধু একজন শিক্ষার্থী নয়। সে আশা, সম্ভাবনা ও অনুপ্রেরণার প্রতীক। তার এই সাফল্যে গর্বিত পুরো এলাকা।












