‘রুহানিয়াত বিকাশে কালশ্রেষ্ঠ কিংবদন্তি হলেন হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)’

মাদার্শায় মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত মাহফিল

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

মহান আল্লাহ অসীম অনুগ্রহ করে প্রিয় রাসুল (.) কে ধরার বুকে প্রেরিত করেন। যাঁর আগমনের সুসংবাদ নিয়ে এসেছেন পূর্ববর্তী নবীগণ। প্রিয় নবীজি ধরার বুকে আসেন রহমত হিসেবে। যিনি সমগ্র মানবজাতিকে অন্ধকার থেকে হেদায়াতের আলোয় উদ্ভাসিত করেন। প্রিয় রাসুল (.) এর পর আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবেন না। মানুষকে হেদায়াতের জন্য প্রিয় রাসূল (.) এর ওয়ারিছ হিসেবে আউলিয়ায়ে কেরামগণ ধরার বুকে আগমন করবেন। বর্তমানে মানুষ দুনিয়ার মোহে পড়ে দ্বীনইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আল্লাহর ভয় ও নবীজির সুন্নাত থেকে দূরে সরে যাওয়া পথহারা মানুষকে হেদায়াতের জন্য খলিফায়ে রাসূল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু প্রতিষ্ঠা করেছেন যুগান্তকারী এক তরিক্বত। যে তরিক্বতের মূল ভিত্তি হলো এখলাস ও নবীপ্রেম। এ তরিক্বতে নেই শরিয়তের বিন্দুমাত্র লঙ্ঘন, নেই কোন শিরক বিদ’আতের ছোঁয়া। খলিফায়ে রাসূল (.) এর তরিক্বতে রয়েছে দৈনিক ১১১১ বার দরূদ শরীফ আদায়, সুন্নাতে মোস্তফা ও মোরাকাবার অনুশীলন, ফয়েজে কুরআনের মাধ্যমে নূরে কুরআন লাভের সুযোগ। হযরত গাউছুল আজম (রা.) নবীজির বাতেনী নূর প্রদানের মাধ্যমে মানুষের ক্বলবের আঁধার দূর করে আলোকিত মানুষ তৈরি করেছেন। গতকাল শুক্রবার বাদে জুমা হতে উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয় ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৫নং উত্তর মাদার্শা শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এশায়াত মাহফিলে উপস্থিত হাজারো মুসলমানের উদ্দেশ্যে প্রধান মেহমানের বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ সায়েম ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী ও তার ভোটাধিকার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ডা. রেজাউল করিমের গণসংযোগ