‘রুশ সীমান্তে পৌঁছেছে ইউক্রেইনের সেনারা’

| মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ৫:১৩ পূর্বাহ্ণ

ইউক্রেইনের খারকিভ অঞ্চলের গভর্নর বলেছেন, ইউক্রেইন বাহিনী খারকিভের কাছে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে অঞ্চলটিকে রক্ষা করেছে এবং রুশ সেনাদের পিছু হটিয়ে দিয়ে কিছু ইউক্রেইনীয় সেনা রাশিয়ার সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে।
টেলিগ্রামে গভর্নর ওলেহ সিনেগুবভ বলেন, ১২৭ ব্রিগেডের ২২৭ ব্যাটেলিয়নের সেনারা ওই অঞ্চলে সীমান্ত চিহ্নিতকারী একটি প্রতীক পুনরুদ্ধার করেছে। যারা জীবনের ঝুঁকি নিয়ে রুশ হানাদারদের হাত থেকে ইউক্রেইনকে মুক্ত করেছে আমরা তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই।
ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ওই ব্যাটেলিয়নের সেনাদের রুশ সীমান্তে পৌঁছে যাওয়ার দাবি করেছে এবং সেখানে একটি ফাঁড়ির নীল-হলুদ রঙের খুঁটি ঘিরে প্রায় ১২ জন সেনা দাঁড়িয়ে থাকার ছবিও প্রকাশ করেছে। খবর বিডিনিউজের।
তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে ইউক্রেইনের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি এবং ঠিক কতজন সেনা সেখানে পৌঁছেছে তাও স্পষ্ট করে জানাতে পারেনি।
ইউক্রেইনের দাবি সত্য হলে বলা যায়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে রুশ সেনাদের হটিয়ে দেওয়ার অভিযানে ইউক্রেইনের পাল্টা আক্রমণ উত্তোরত্তর সফল হচ্ছে। পশ্চিমা কর্মকর্তারা পূর্ব ইউক্রেইনে দনবাসের লড়াইয়ে রাশিয়ার অগ্রগতি থমকে গেছে বলে মন্তব্য করার পর ইউক্রেনীয় সেনাদের রুশ সীমান্তে পৌঁছার এই খবর এল।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ধর্ষণের অভিযোগে আটক ৩ থানায় মামলা
পরবর্তী নিবন্ধটেকনাফে চোরাচালানির অভিযোগে রোহিঙ্গাসহ আটক ২