বান্দরবানের রুমায় অস্ত্রের মুখে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) অপহৃত ২ জন নির্মাণ শ্রমিককে ছাড়েনি। অপহৃতরা হলেন মো. ইদ্রিস ও আওয়াল। গতকাল শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের মুক্তি দেয়া হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে রুমা উপজেলার পর্যটন স্পট বগালেক–ক্যাওক্রাডং নির্মাণাধীন সড়ক এলাকা থেকে কেএনএফের সন্ত্রাসীরা নির্মাণ কাজের ৪ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের কিছুক্ষণ পর জসিম ও রিপন নামে দুজনকে ছেড়ে দেয়। তবে অপহরণের একদিন পরও অপহৃত অপর ২ জন শ্রমিককে ছাড়েনি। তবে অপহরণকারীরা এখনো কোনো মুক্তিপণ দাবি করেনি।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, দুজন শ্রমিককে অপহরণের খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছৈয়দ মাহবুবুল হক বলেন, সড়ক নির্মাণ কাজের ৪ জন শ্রমিককে অপহরণ করেছিল কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীরা। অপহরণের কিছুক্ষণ পর দুজনকে ছেড়ে দিলেও অপর ২ জন শ্রমিককে এখনো মুক্তি দেয়া হয়নি।
প্রসঙ্গত, এর আগে গত ১৭ মার্চ নির্মাণ কাজের ঠিকাদার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট আনোয়ারসহ দুজনকে অপহরণ করেছিল কেএনএফ।