রুমায় জিপ উল্টে নারীর মৃত্যু, আহত ৪

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৮:০৩ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমায় নিয়ন্ত্রণ হারিয়ে জিপ উল্টে লিংয়ে খুমি (১৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা উপজেলার সদর ইউনিয়নের নাজেরাট বম পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় জিপটি। এতে ঘটনাস্থলেই ১ নারীর মৃত্যু হয়। নিহত লিংয়ে খুমি সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ক্যতাই পাড়ার কুহই খুমির মেয়ে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন প্রুসা অং মারমা (৫৫), থোয়াই সা মং মারমা (৫৫), মংসিং ওয়ং মারমা (২৫) এবং লিনা খুমী (১৯)। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেঙে পাঠায়।

রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা জানান, রুমা বাজার থেকে গ্রামে ফেরার পথে জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ১ জন মারা গেছে। গুরুতর আহত হয়েছে আরও ৪ জন। আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেঙ নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ওসি শাহজাহান জানান, জিপ উল্টে পাহাড়ি নারীর মৃত্যু হয়েছে। আহতদের রুমা স্বাস্থ্য কমপ্লেঙ চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঅবিশ্বাস্য ইনিংসেও নায়ক হতে পারলেন না জাকের
পরবর্তী নিবন্ধআপেল-আঙুর নয়, ইফতারে বরই-পেয়ারা খেতে বললেন শিল্পমন্ত্রী