রুমায় আগুনে পুড়ল বিহারের পরিত্যক্ত ঘর

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩৭ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমা উপজেলায় আগুনে পুড়েছে বৌদ্ধ বিহারের পুরোনো পরিত্যক্ত ঘর। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পাইন্দু ইউনিয়নের দুর্গম মংসুথুই পাড়ায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মংচ খয়। জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানায়, পাইন্দু ইউনিয়নের দুর্গম মংসুথুই পাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে মংসুথুই পাড়া বৌদ্ধ বিহারের পুরনো পরিত্যক্ত ঘর। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভাতে যেতে পারেনি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় এক রাতে ৭ গরু লুট
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ৭৫ জেলে, মাঝি ও বোর্ট মালিক পেল প্রশিক্ষণ