নগরের কোতোয়ালী থানার রুমঘাটা এলাকা থেকে সুভাষ দেবনাথ (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকাল ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল। কয়েকদিন আগে তার মৃত্যু হতে পারে বলে ধারণা পুলিশের।
নিহত সুভাষের বাড়ি নগরীর হাজারী গলিতে। দেওয়ানবাজার রুমঘাটায় একটি আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীর কাজ করতেন তিনি। যে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় সেটি ওই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীর জন্য তৈরি করা। এটি ছিল টিনশেড। কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল সাংবাদিকদের জানান, স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, আমরা ধারণা করছি, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে সুভাষ বাড়ির বাইরে থাকতেন। সপ্তাহখানেক আগে একটি বিষয় নিয়ে ঝামেলার পর থেকে বাসায় যাচ্ছিলেন না তিনি।












