সর্পরানি, হালকা হালকা প্রেম, বেকার জামাই, নাটকের জন্য গাওয়া তোমায় ছুঁতে চাই, রোহিঙ্গা ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট, কতরাত-এর মতো শ্রোতাপ্রিয় গান উপহার দেওয়া রুপা রোজারিন আসছেন নতুন গান নিয়ে। গত ঈদুল আজহায় তাঁর কণ্ঠে আঞ্চলিক গান ‘বেকার জামাই’-এর সাফল্যের পর আবার নতুন রূপে আরেকটি আঞ্চলিক ভাষার গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। গানটির শিরোনাম ‘তালতো ভাই’। আজ বৃহস্পতিবার গানটি মিউজিক ভিডিওসহ রিলিজ করা হবে।
রুপা রোজারিনের গাওয়া গানটি মিউজিক ভিডিও আকারেও আসবে বলে জানালেন শিল্পী। তাঁর বিশ্বাস, শ্রোতারা অন্যান্যবারের মতো এবারও গানটি উপভোগ করবেন। তিনি জানান, গানটির ভিডিও আকর্ষণীয় করে তুলতে চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে দৃশ্যায়ন করা হয়। গানটির গীতিকার শিল্পীর বাবা ইকবাল মাহমুদ। মিউজিক ভিডিওতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইকবাল মাহমুদ। থাকছেন কণ্ঠশিল্পী নিজেই। মূল চরিত্র অর্থাৎ ‘তালতো ভাই’ হবেন টুটুল বিশ্বাস। ভিডিওর পরিচালনা ও সম্পাদনায় ছিলেন নাহিন এহসান, ড্রোনে মাহফুজ ইমন, গানের কম্পোজিশন ও মিউজিকে জে কে স্টুডিও। মিক্স মাস্টার মাহফুজ ইমন, নৃত্য পরিচালনায় ছিলেন রাজেশ, রাজশ্রী ও তার দল।