রুদ্ধ দ্বার খুলুক সংগীতে

কক্সবাজারে সংগীত শিল্পীদের অভিষেক

রামু প্রতিনিধি | রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:০৭ পূর্বাহ্ণ

নবগঠিত কক্সবাজার জেলা সংগীত শিল্পী পরিষদের অভিষেক ও মিলন মেলা গতকাল শনিবার নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। ‘রুদ্ধ দ্বার খুলুক সংগীতে’ প্রতিপাদ্যে কক্সবাজার সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয় ৯ উপজেলার তিন শতাধিক সংগীত শিল্পী। এর আগে বের হয় শোভাযাত্রা। পরে ৯ উপজেলার তিন শতাধিক শিল্পী জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা জানান।

কক্সবাজার বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিভীষন কান্তি দাশ। অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মো. ওমর ফারুক, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মো. মুজিবুল ইসলাম প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক ফরমান রেজা, সিনিয়র শিল্পী রায়হান উদ্দিন, আবু হায়দার ওসমানী, আলম শাহ,তালেব মাহমুদ, মানসী বড়ুয়া, উৎপলা বড়ুয়া, মিনা মল্লিকসহ তিন শতাধিক শিল্পী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বেতারের উপস্থাপক শামীম আকতার নাসির উদ্দিন বিপু ও এসএম জসীম। শিল্পী উৎপলা বড়ুয়া বলেন, যান্ত্রিক জীবনে নিজেদের মধ্যে হৃদ্যতা বাড়ানোর জন্য এ ধরনের আয়োজনের বিকল্প নেই। এর আগে কক্সবাজার বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলামকে সভাপতি ও যন্ত্র শিল্পী ফরমান উল্লাহকে সাধারণ সম্পাদক করে কক্সবাজার জেলা সংগীত শিল্পী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুলবুল একাডেমীর নৃত্য উৎসব
পরবর্তী নিবন্ধঐতিহাসিক শিক্ষা দিবস আজ