রুট পারমিটবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান, জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

সড়কে নিরাপত্তা বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক নিয়মাবলী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ২ মার্চ থেকে শুরু হয়েছে ট্রাফিক পক্ষ২০২৩। এরই অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিকদক্ষিণ বিভাগের উদ্যোগে টানা কর্মসূচির দশম দিন গতকাল ১২ মার্চ রোববার বিকেলে নগরীর নিউমার্কেট মোড়ে রুট পারমিটবিহীন বিভিন্ন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

সিএমপির ট্রাফিকদক্ষিণ বিভাগের উপ কমিশনার এন এম নাসিরুদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। একইসাথে ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে যাত্রী, চালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। ডিসি ট্রাফিক (দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন বলেন, অভিযান চলাকালে সড়কে অবৈধভাবে চলাচলরত রুট পারমিটবিহীন বিভিন্ন গাড়ির রুট পারমিট চেক করা হয়। যেসব গাড়ির রুট পারমিটের মেয়াদোত্তীর্ণ হয়েছে কিংবা এক রুটের গাড়ি অন্য রুটে চলাচল করছে সে গাড়িগুলোর বিরুদ্ধে সড়ক পরিবহন আইন২০১৮ মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন ট্রাফিকদক্ষিণ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার) রইছ উদ্দিন, টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা, টিআই (কোতোয়ালী) জিয়াউল হাসান, সার্জেন্ট নাঈমুল ইসলাম, সার্জেন্ট মেহেদী মিরন, এটিএসআই আবদুল আহাদ সহ বিএনসিসি ও স্কাউটস দল।

পূর্ববর্তী নিবন্ধরেললাইনে রাবি শিক্ষার্থীদের আগুন
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত : তদন্ত কমিটি