রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সভা

| সোমবার , ২৮ জুন, ২০২১ at ৭:৩৭ পূর্বাহ্ণ

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সভা গতকাল ২৭ জুন চট্টগ্রাম অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। সভাপতি বলেন, মহামারী করোনা শুধুমাত্র আমাদের দেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। একে ভয় পেলে চলবে না। তিনি বলেন, এই পরিস্থিতি মেনে নিয়েই আমাদের যার যার অবস্থান থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা চলিয়ে যেতে হবে।
সভায় উপস্থিত ছিলেন রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, কো-চেয়ারম্যান-২ মাহবুব সোবহান জালাল তানভীর, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, রেজাউল করিম, মোঃ নাজিম উদ্দিন, মোঃ মোরশেদুল হাসান, মিস সারিস্থ বিনতে নূর এবং এ এস এম আবদুল গাফফার মিয়াজী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলিচুবাগানে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ১৯০তম শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধসেবা কার্যক্রম অব্যাহত থাকলে উপকৃত হবে সমাজ