রিয়াজউদ্দীন বাজারে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ আগস্ট, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

নগরীর রিয়াজউদ্দীন বাজার এলাকায় ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধের দায়ে ৬ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. ফয়েজ উল্লাহ। অভিযানে কাঁচামরিচ পাইকারি ৩০০ টাকা ও খুচরা ৩৫০৪০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। অন্যান্য সবজির যোগান ও মজুদ পর্যাপ্ত দেখা যায়। তবে ভোক্তা অধিকার বিরোধী অপরাধের দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চালু, ঢাকা রুটে বন্ধ
পরবর্তী নিবন্ধদিনভর মিছিল-বিক্ষোভ আনসারদের