করোনাভাইরাসের কারণে ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। এর শুটিং ২০১৯ সালেই শেষ হয়েছে গেছে। শুটিং হয়েছে লন্ডনে। ছবিটি পরিচালনা করেছেন বাঙালি পরিচালক ঋভু দাসগুপ্ত। বলিউডের এই অভিনেত্রীকে বাঙালি পরিচালক ঋভুর পরবর্তী ছবিতেও নায়িকা হিসেবে দেখা যাবে। খবর বিডিনিউজের।
বাঙালি পরিচালক বিরসা দাসগুপ্তর ভাই ঋভুর পরবর্তী ছবিটির নাম এখনও স্থির করা হয়নি। সব ঠিক থাকলে ২০২১ সালের মার্চ মাসে শুটিং শুরু হবে। এখন লোকেশন দেখার কাজ চলছে। পরিণীতি চোপড়া এই ছবিতে গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন। কে কে মেনন, রজিত কপূর, দিব্যেন্দু ভট্টাচার্যকেও দেখা যাবে এই ছবিটিতে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।